আমাদের অনেকের মধ্যেই একটা স্বভাব লক্ষ্য করা যায় যে, আমরা ঠিকমত চাপে না পরা পর্যন্ত গড়িমসি করি।
সেই ছাত্র জীবন থেকেই ব্যাপারটা লক্ষনীয়।
পরীক্ষার আগের দিন না আসলে পড়তে বসতে ইচ্ছা করে না। আজকে রাতেই পড়বো, থাক! কালকে সকাল থেকে পড়বো ইত্যাদি বলতে বলতে গড়িমসি করি।
তবে মজার ব্যাপার হচ্ছে ঐ একদিনেই এত পড়াশোনা করি যা হয়ত সারা বছর করা হয়নি।
এমন টা কেন হয়?
এর পিছনে অবশ্য একটা মনস্তাত্তিক প্রক্রিয়া কাজ করে। যেমনঃ
- যখন আমাদের কিছু করার দরকার হয়, আমরা সাধারণত এটি করার জন্য আমাদের আত্ম-নিয়ন্ত্রণের উপর নির্ভর করি। অর্থাৎ, কাজটি করতে আমার কতক্ষন লাগবে, কখন করবো ইত্যাদি।
- আমাদের অনুপ্রেরণাগুলো আত্ম-নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমর্থন যোগায়। যা হয়ত সময় মত কাজ শেষ করতে সাহায্য করে।
- কিছু ক্ষেত্রে ব্যাপারটা উল্টোও হতে পারে। উদ্বেগ, দুশ্চিন্তা, ব্যর্থতার ভয় আমাদের কে দমিয়ে রাখে এবং আমরা সঠিক সময়ে কাজ শেষ করতে পারিনা।
- আবার অনেক সময় অতি আত্মবিশ্বাসের কারনেও এমনটা হতে পারে।
উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে কিছু কমন জিনিস পাওয়া যায় যার কারনে মানুষ গড়িমসি করে, যেমনঃ
- আত্মনিয়ন্ত্রনের অভাব।
- অতি আত্মবিশ্বাস।
- উদ্বেগ।
- বিষণ্ণতা।
- অনাগত ভবিষ্যত সম্পর্কে অসচেতনতা।
- এখনো অনেক সময় আছে, এইরুপ মনোভাব।
- ব্যর্থতার ভয়।
- সর্বোপরি, অনুপ্রেরণার অভাব।
এক্ষেত্রে লক্ষনীয় একটি বিষয় হল মানুষ সকল ক্ষেত্রেই অনুপ্রেরণা খোজে। আর যখনি সময়টা নির্দিষ্ট হয়ে যায়, মানুষের কাজের গতিও বেড়ে যায়। এর জন্যই হয়ত "Atari Inc" এর ফাউন্ডার "নোলান বাশনিল" বলেছেন,
The Ultimate Inspirationis The Deadline.
অর্থাৎ "চূড়ান্ত অনুপ্রেরণা হলো শেষ সময়সীমা"
গ্রাফিক ডিজাইন অথবা মোশন গ্রাফিক কিংবা যেকোন কর্মক্ষত্রেও ব্যাপারটা কিন্তু একই। বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে যখন সময় নির্দিষ্ট না থাকে, কিংবা নিজস্ব স্কিল ডেভলপ করা দরকার পরে, তখনো এই গড়িমসি করার প্রবনতা লক্ষ করা যায়।
এতে করে আমরা শুধু আমাদের মূল্যবান সময়ই নষ্ট করিনা বরং কাজের গুনগত মানকে প্রশ্নের মধ্যে ফেলে দেই। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে হয়ত কাজটাকে আরো দীর্ঘায়িত করে ফেলি।
আমাদের করনীয়!
কখনো কোন কাজকে ফেলে রাখা যাবেনা। আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ আছে, "বাকির নাম ফাঁকি"।
শুনতে মজার মনে হলেও বিষয়টা কিন্ত্য সত্য। বস্তুত, আমরা গড়িমসি করে সময়কে বিলম্ব করে নিজেরদেরকেই ফাঁকি দিচ্ছি।
তাই আমাদের প্রতিটা কাজের জন্য একটা সময়সীমা নির্ধারন করতে হবে। একটা নির্দিষ্ট ছকে কাজ গুলোকে গোছাতে হবে, এবং দিনশেষে নিজেই নিজের সমালোচনা করতে হবে।
মনে রাখতে হবে, আজকে হয়ত কাজ করার শক্তি আছে তাও গড়িমসি করে বিলম্ব করছি, একদিন এমন সময় আসবে, যখন হয়ত গড়িমসি করবোনা, কিন্তু কাজ করার সেই শক্তিটুকু হারিয়ে ফেলবো।
No comments:
Post a Comment