ফ্রিল্যান্সিং এ সফল হতে চাইলে এই ৫ টি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন...।
- কোয়ালিটিই আসল, কোয়ানটিটি না।
আপনার পোর্টফোলিওতে কয়টা ডিজাইন আছে সেটা বড় বিষয় না। বরঞ্চ কয়টা কোয়ালিটিফুল ডিজাইন আছে সেটাই মুখ্য।
- কাজটা আমাকে দেন, আমার অনেক অভিজ্ঞতা! আমি অনেক কিছু পারি! এগুলা বলা যাবেনা।
আমরা অনেকেই ক্লাইন্টের সাথে ডিল করার সময় কি কি কাজ জানি, কত বছরের অভিজ্ঞতা, এগুলা বলে ক্লাইন্টকে ইম্প্রেস করতে চাই। বস্তুত ক্লাইন্ট প্রায় সকলের কাছ থেকেই একি রকম কথা শুনে থাকে। তাই ক্লাইন্টকে এইরকম কথা না বলে, ক্লাইন্টের চাহিদা এবং ডিজাইন সংক্রান্ত তথ্যবহুল কথা বলুন।
- নিস সিলেক্ট করুন।
একজন মানুষ অনেক জানতে বা করতে পারে, কিন্তু সে সব বিষয়ে এক্সপার্ট হতে পারে না। তাই এমন নিস নিয়ে কাজ করুন যেটাতে আপনি এক্সপার্ট।
- কি অফার দিচ্ছেন সে সম্পর্কে ক্লিয়ার থাকুন।
আমরা প্রায়ই ক্লাইন্টকে না বুঝেই অঙ্কে কিছু অফার করে থাকি। ভাবি হয়ত ক্লাইন্ট এত কিছু চাবেনা। কিন্তু এর জন্য প্রায়ই কিন্তু পস্তাতে হয়।
- কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করুন।
শুধুমাত্র কমিউনিকেশন স্কিল ভালো না থাকায় অনেকেই কাজ হারায়। ভালো কমিউনিকেশন স্কিল বায়ারের সাথে শুধু কাজের ডিলই নয় বরং একটা ভালো সম্পর্ক তৈরিতে সহায়তা করে।
সকলের শুভ কামনায় "সামিউল আজীম"
Image Source: Google
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
No comments:
Post a Comment