মাইক্রোস্টোক মার্কেট এবং প্যাসিভ ইনকাম...
ফ্রিল্যান্সিং পেশায় যারা ক্যারিয়ার গড়ছে, মুলত তারা প্রায় সকলেই ফাইভার অথবা আপওয়ার্ক বেইজড কাজ করে থাকে।আবার কেউ কেউ হয়ত লোকাল মার্কেটপ্লেসে কাজ করে।
বস্তুত কাজের ধরনের উপড় নির্ভর করে ফ্রিল্যান্সারদের ইনকামকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন,
- একটিভ ইনকাম
- প্যাসিভ ইনকাম
Deshi Designers |
একটিভ ইনকাম বলতে মুলত সেইসব ইনকাম সোর্সগুলোকে বোঝায়, যেখানে আপনি যখন কাজ করবেন, তখন টাকা পাবেন। যেদিন কাজ করবেন না, সেদিন টাকা পাবেন না। অর্থাৎ এখানে আপনাকে উপার্জনের জন্য সারাদিন একটিভ থাকতে হবে।
অপরপক্ষে, প্যাসিভ ইনকাম বলতে বোঝায়, সেইসব ইনকাম সোর্সগুলোকে বোঝায়, যেখানে আপনি একদিন কাজ করলেও তার থেকে অনেকদিন ধরে ইনকাম করতে পারবেন। যেমন মাইক্রোস্টোক মার্কেটপ্লেস।
কোন ধরনের ইনকাম সোর্স আপনার জন্য ভালো?
প্যাসিভ ইনকাম কখনোই একটিভ ইনকামের বিকল্প হতে পারেনা। বরঞ্চ এটাকে একটিভ ইনকামের সহায়ক বলা যেতে পারে।- বস্তুত, আপনি যদি বিগিনার হয়র থাকেন, এবং যদি আপনার হাতে অনেক ফ্রি সময় থাকে, তাহলে মাইক্রোস্টোক মার্কেটগুলো থেকে শুরু করা আপনার জন্য ভালো। সেক্ষেত্রে আপনাকে ডিজাইন ট্রেন্ডগুলো সম্পর্কে সম্মুখ ধারণা রাখতে হবে। বিভিন্ন ওকেশন গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে।
অপরপক্ষে, যারা ফাইভার অথবা ফ্রিল্যান্সার ডটকম এর মত মার্কেট গুলো কজা করতে চান, তাদেরকে আমি বলব, আপনারা আগে নিজের ডিজাইন কোয়ালিটি ভালোভাবে ঝালাই করে নেন। বস্তুত আপনি হয়ত ভালোভাবে কাজ না শিখেই মার্কেটপ্লেসে কাজ করতে নেমে নিজের অজান্তেই নিজেকে অবমুল্যায়ন করছেন। চকচকে টাকার গন্ধ হয়ত আপনাকে বর্তমানে বিমোহিত করতে পারলেও জেনে রাখবেন হয়ত অদুর ভবিষ্যতে এর কারনে আপনার ক্যরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে।
.
সতুরাং, আপনি যে মার্কেটপ্লেসেই কাজ করেন না কেনো, যদি সেই মার্কেটপ্লেস সম্পর্কে ভালোভাবে জানা না থাকে, এবং সর্বোপরি আপনার ডিজাইন কোয়ালিটি ভাল না হয় তাহলে হয়ত আপনি গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারে বেশিদুর এগোতে পারবেননা।
No comments:
Post a Comment