সাম্প্রতিককালে কিছু মাইক্রোস্টক মার্কেটের কন্ট্রিবিউটর পেমেন্টে কিছু আপডেট এসেছে।
এই আপডেট গুলোতে মুলত কন্ট্রিবিউটর প্রাইস প্ল্যানে পরিবর্তন এসেছে। মুলত কন্ট্রিবিউটর পার সেল/ডাউনলোডে যে পরিমান টাকা পেতো তা এখন কমিয়ে দেয়া হয়েছে। করোনার প্রভাবেই এমনটা করতে মার্কেটপ্লেস গুলো বাধ্য হয়েছে বলেই তারা জানিয়েছে।
এমতা অবস্থায় অনেকেই হতাশ হয়ে পরেছে। কেউ কেউ বলছে মাইক্রোস্টকে কাজ করায় ছেড়ে দিবে। সবথেকে বেশী হতাশায় পরেছে তারা, যারা নাকি মাইক্রোস্টক মার্কেটগুলোকে নিজেরর প্রথম ইনকাম সোর্স হিসেবে রেখেছে। "বস্তুত কিছুদিন আগেই আমি একটা আর্টিকেলে লিখেছিলাম, প্যাসিভ ইনকাম কখোনই একটিভ ইনকামের বিকল্প হতে পারেনা। বরং এটাকে সহায়ক ইনকাম বলা যেতে পারে।"
সেই পরিবর্তন গুলোর সাথে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। হতাশ হওয়া যাবে না। বরঞ্চ এর থেকে শিক্ষা নিয়ে আমাদের সবসময় প্ল্যান বি রেডি রাখতে হবে।
PC: Ariel Coro
|
- এখন কি করনিয়?
সেই পরিবর্তন গুলোর সাথে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। হতাশ হওয়া যাবে না। বরঞ্চ এর থেকে শিক্ষা নিয়ে আমাদের সবসময় প্ল্যান বি রেডি রাখতে হবে।
- মাইক্রোস্টকে কি কাজ করবোনা?
অবশ্যই কাজ করবেন। তবে এটার উপড় পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবেনা। মনে রাখবেন , সাফল্যের কোন অটোমেটিক প্রক্রিয়া নেই।
Very Informative Post for those who was Demotivated about Micro stock Marketplace like me..... Thank You Sir you are best ❤
ReplyDeleteMy Pleasure.
DeleteThank u sir
ReplyDeleteMy Pleasure.
Delete