সব মানুষই ডিজাইনার...।।

সব মানুষই ডিজাইনার...।।


টাইটেল দেখে অবাক হতেই পারেন। কিন্তু বস্তুত কথাটা  কিন্তু সত্য।

ডিজাইনার শব্দটা শুনলেই প্রথমেই মনে আসে গ্রাফিক ডিজাইনার  অথবা ফ্যাশন ডিজাইনারের কথা। সেটাই স্বাভাবিক।
কিন্তু আমরা কি কখনো ভেবে দেখিছি আমাদের প্রত্যকের ভিতরেই সুপ্ত অবস্থায় একজন ডিজাইনার বাস করে। সেই সুপ্ত ডিজাইনার আমাদের মনের গহীনে সারাক্ষনই কিছু না কিছু ডিজাইন
করে যাচ্ছে।

Deshi Designers


  • হয়ত কেউ নিজের ভবিষ্যতটা ডিজাইনের চেষ্টা করছে, 
  • কেউ হয়ত অতীতে ডিজাইন করা কোন ভুল মুছে ফেলার চেষ্টা করছে। 
  • কেউবা আবার প্রিয়শীকে নিয়ে স্বপ্নের পৃথিবীটাকে ইলাস্ট্রেশন করছে। 
  • দেয়ালের রংটা কি হবে? সাদা নাকি নীল? 
  • আকাশী রঙের টিশার্ট টার সাথে কোন রঙের জিন্সটা মানাবে?

রমনীদের ক্ষেত্রে ব্যাপারটা আরো লক্ষনীয়।
লাল রঙের শাড়ীর সাথে ম্যাচ করা ব্যাগ এবং জুতো।
এমনকি মেকাপটাও ম্যাচিং।
একজন রমণীর পোশাক ম্যাচিং সেন্স যেন একটি কালার থিওরী।

যেখানেই তাকাই সেখানেই ডিজাইন। প্রকৃতি নিজেই যেন একটা বিশাল আর্টবোর্ড। 

রংধনুর টার্শিয়ারী কালার কিংবা আকাশের প্রাইমারি কালার, অথবা গহীন অরন্যের সেকেন্ডারি কালার, সব  কিছুই মিলেই যেন এক পরিপুর্ণ কালার হুইল।

মায়ের হাতের রঙ চায়ের রংটা মনে আছেতো? সাদা কাপের মধ্যে এযেন এক ডুবন্ত সুর্য।জলের মধ্যে নিজের প্রতচ্ছবি যেন এক ডিজিটাল পেইন্টিং।


  • বুস্তুত, আমরা সবাই একটি ক্যনভাসের অংস। যে যার মত করে একে যাচ্ছি।  কেউ হয়ত কম্পিউটারে কিউবা সুপ্ত অন্তরে।


প্রত্যকের ডিজাইন গুলো হোক তার মনের মত, যেন জীবনের মার্কেটপ্লেসে কেউ যেন তা দেখলেই বলে, বাহ! চমৎকার।


সেই শুভ কামনায় "সামিউল আজীম"।

Samiul Azim
Samiul Azim

Thanks for Reading My Post. I Often Write Graphic Design and Motion Graphic Related Articles. I Also love to write about Technology. Writing is my Passion. I love to Meet People as i want to buildup a big Community. I think, Having a sense of community unites us. Being a part of a community can make us feel as though we are a part of something greater than ourselves. It can give us opportunities to connect with people, to reach for our goals, and makes us feel safe and secure. It's important for every person to have a sense of community. So Make sure to meet Me on Social Media. I Am eagerly waiting to Meet You.

No comments:

Post a Comment