সাটারস্টকে ইমেজ নিয়ে কাজ করতে চাইলে এই ১৩টি রুলস ফলো করুনঃ
Deshi Designers |
১ঃ বায়ারের কথা চিন্তা করে ছবি তলুন
৪ঃ কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বেশী মনোযগী হোন।
৫ঃ ছবির টেকনিকাল ডিটেইলস এর প্রতি খেয়াল রাখুন।
৬ঃ ছবির শার্পনেস এর দিকে খেয়াল, এমনকি ১০০% জুম করলেও যেন শার্পনেস নষ্ট না হয়।
৭ঃ ছবিকে পরিচ্ছন রাখুন অর্থাৎ, কালারস, লাইটিং, কম্পজিশন ইত্যাদি। সব যেন ক্লিয়ার থাকে।
৮ঃ ছবির মধ্যে ভ্যারিয়েশন তৈরি করুন।
৯ঃ লেটেস্ট ট্রেন্ড সম্পর্কে স্টাডি করুন।
১০ঃ নিজেই এডিট করুন, বেস্টটাই সাবমিট করুন।
১১ঃ এমন ভাবে ছবি তলুন যেন তা দেখে অথেন্টিক মনে হয়, যেন আর্টিফিসিয়াল মনে না হয়।
১২ঃ আক্ষরিক বা একদম নির্দিষ্ট ছবি না তুলে, সার্বজনিন ছবি তুলুন।
১৩ঃ ছবি যেন ইউনিক হয়, সেটা কালার দিয়েও হতে পারে, অথবা কম্পজিশন।
.
উপরোক্ত ১৩ রুলস, ১৩ জন প্রফেশনালের নিজস্ব মতামতের ভিত্তিতে লিখা হয়েছে। অরিজিনাল আর্টিকেল টা পড়তে এই সাটারস্টকে ভিজিট করতে পারেন।
.
আমি শুধু এই আর্টিকেলের মুল বিষয়গুলো সহজ বাংলায় আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি।
আমাদের গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/deshidesigners
No comments:
Post a Comment