আমরা যারা ফটোশপে কাজ করি, তারা ভালো করেই জানি ব্রাশের গুরুত্ব। শুধুমাত্র নানান ধরনের ব্রাশ ব্যবহার করেই চমৎকার সব ডিজাইন তৈরি করা সম্ভব।
- কিন্তু এইসব ব্রাশ তৈরি করে নেয়াটা বেশ সময় সাপেক্ষ কাজ। আবার একটা একটা করে ব্রাশ ডাউনলোড করে নেয়াটাও ঝামেলার। কেমন হয় যদি অনেক অনেক ব্রাশ একসাথে পাওয়া যায়?
আজকে আপনাদের সকলের জন্য আমি নিয়ে এসেছি ১০০০ টি ব্রাশের বিশাল একটি প্যাক।
- এখানেই শেষ নয়! আমি আমাদের গ্রুপে বলেছিলাম ব্রাশ প্যাকের সাথে থাকছে একটি বোনাস প্যাক। আর তাই আপনাদের জন্য আরো থাকছে ১০০০ টি গ্র্যাডিয়েন্ট এর একটি বিশাল প্যাক।
আপনারা সকলেই জানেন, ইলাস্ট্রেটরের গ্র্যাডিয়েন্ট খুব সহজলভ্য হলেও, ফটোশপের গ্র্যাডিয়েন্ট মোটেও সহজলভ্য নয়। তাছাড়া মনের মতন গ্র্যাডিয়েন্ট তৈরি করে কাজ করার চেয়ে ইন্সট্যন্ট গ্রাডিয়েন্ট এপ্লাই করে কাজ করতে পারলে কাজের গতি বৃদ্ধি পায়।
তাই আর দেরী না করে এখনি ডাউনলোড করে ফেলুন আপনাদের জন্য এই বিশেষ উপহার।
1000 Photoshop Brush Pack
1000 Photoshop Gradient Pack
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
No comments:
Post a Comment