আপনার করা ডিজাইন আরো সুন্দর করে উপস্থাপন করতে মকাপের বিকল্প নেই।
কিন্তু মকাপ খুজতে গিয়ে ঝামেলায় পরতে হয়নি এমন কাউকে হউত পাওয়া মুশকিল। বিশেষ করে আমরা যারা ফ্রী মকাপ খুজি।
তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ন ফ্রীতে মকাপ ডাউনলোডের সেরা ৫টি ওয়েবসাইট।
দেরি না করে চলুন দেখে নেয়া যাক!
- PIXEDEN: এখানে ফ্রী এবং পেইড দুই ধরণেরই মকাপ পাবেন। তবে আমি শুধু ফ্রী ডাউনলোড করা যাবে এমন এইটেম গুলোর লিংক এখানে দিয়েছি। সাইটটি ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
- MOCKUP WORLD: এই সাইটের সব মকাপই ফ্রী। সাইটটি ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
- GRAPHIC BURGER: মকাপের জন্য অন্যতম সেরা একটি সাইট এটি। এই সাইটের মকাপগুলি কমার্শিয়ালিও ব্যাবহার করা যায়। সাইটটি ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
- FREEBIESBUG: মকাপ ছাড়াও নানান ধরনের ফ্রি গাফিক রিসোর্স পাবেন এখানে। সাইটটি ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
- MEDIALOOT: এখানে ফ্রী এবং পেইড দুই ধরণেরই মকাপ পাবেন। মকাপ ছাড়াও নানান ধরনের ফ্রি গাফিক রিসোর্স পাবেন এখানে। সাইটটি ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
No comments:
Post a Comment