ডিজাইন শিল্প হতে পারে। ডিজাইন নান্দনিকতা হতে পারে। ডিজাইন খুব সহজ, আর এ কারণেই এটি এত জটিল।
- উপড়ের কথা গুলো আমার নয়, বলেছেন আমেরিকান আর্ট ডিরেক্টর পল র্যান্ড।
একজন ডিজাইনারের জন্য ডিজাইন মানেই হলো একটি আইডিয়া, একটি গল্প। যে গল্পে মুখে কিছু বলতে হয়না। মুখে না বলা সেই গল্প গুলোকে যে সহজ ভাবে ডিজাইনের মাধ্যমে উপস্থাপন করে অডিয়েন্সের সাথে ভিজুয়াল কমিউনিকেশন তৈরি করতে পারে, সেই সফল ডিজাইনার। শুনতে জটিল মনে হলেও সফল ডিজাইনার হওয়ার নেপথ্যের বিষয়গুলো কিন্তু সহজ।
- সেই সফলতার শুভকামনায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রাফিক ডিজাইনের ১০ টি টিপ্স।
১ঃ ফন্টের সংখ্যা সীমিত করুন।
২ঃ টেক্সটে প্রয়োজন অনুযায়ী ট্র্যাক ব্যবহার করুন।
৩ঃ যেখানে সম্ভব সেখানে নেগেটিভ বা হোয়াইট স্পেস ব্যবহার করুন।
৪ঃ ব্যাকগ্রাউন্ড এর জন্য টেক্সট যেনো ফোকাস হারিয়ে না ফেলে সেদিকে খেয়াল রাখুন।
৫ঃ টার্গেট অডিয়েন্সের কথা মাথায় রেখে ডিজাইন করুন।
৬ঃ কারো ডিজাইন ফলো না করে আলাদা বা অন্যরকম কিছু করার চেষ্টা করুন।
৭ঃ প্রতিদিন কমপক্ষে একটি করে ডিজাইন করুন।
৮ঃ ডিজাইন করার রুলস নিজেরটা নিজেই তৈরি করুন।
৯ঃ যখন কোনো কন্সেপ্ট বা আইডিয়া মাথায় আসেনা, তখন একটু ব্রেক নিন।
১০ঃ ডিজাইন যথাসম্ভব সিম্পল রাখার চেষ্টা করুন।
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
Image: Pixpa
অসংখ্য ধন্যবাদ ভাই।
ReplyDeleteপোষ্টটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
Deleteঅসংখ্যা ধন্যবাদ ভাইয়া।
ReplyDeleteledp তে জয়েন করেও ১০ দিনে অনেক কিছু শিখতে পারছি।
পটোসপে আমার বয়স ১৫ দিনের মতো।
Deleteআপনাকেও ধন্যবাদ। আশা করি একদিন সফল ডিজাইনার হবেন। শুভেচ্ছা।
অনেক উপকৃত হলাম, ধন্যবাদ ভাই।
ReplyDeleteশুনে খুশি হলাম। আপনাকেও ধন্যবাদ।
Deleteটিপসগুলো পড়ে খুব ভালো লাগলো
ReplyDeleteThanks :) Glad to know :)
Delete