কালার নিয়ে সমস্যা? কন্ট্রাস্ট কালার ব্যবহার করুন।
আমরা প্রায়ই বিপরীত আকর্ষণ কথাটি শুনে থাকি। বস্তুত, এটি একটি পরিক্ষিত সত্য।
গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আমরা প্রায়ই বলি ডিজাইনে কালার ফুটিয়ে তুলতে কন্ট্রাস্ট কালার ব্যবহার করুন। মূলত কন্ট্রাস্ট কালারই হলো বিপরীত কালার। যেমন, লালের অপজিট কালার হলো সবুজ, নীলের অপজিট কালার হলো অরেঞ্জ।
- আমরা অনেকেই কালার কপি করতে বেশী পছন্দ করি, আর নয়তবা এমন কালার ব্যবহার করি যা ফুটে উঠেনা। কিন্তু কালার থিওরি কেউ শিখতে চাই না।
বস্তুতু কালার সেন্স ছাড়া গ্রাফিক ডিজাইন অনেকটা বৈঠা ছাড়া নৌকা চালানোর মতন।
কন্ট্রাস্ট কালার পেতে এডোবি কালার হুইল ব্যবহার করতে পারেন।
https://color.adobe.com/create/color-wheel
Pic: Figen Demireva
No comments:
Post a Comment