আমাদের অনেকেরই ধারনা "কোর" যত বেশি কম্পিউটারের পারফরম্যান্স ততো ভালো!
আজকে আমি এই বিষয়টা নিয়েই আপনাদেরকে একটু ধারণা দেয়ার চেষ্টা করব।Deshi Designers |
Core i3 vs Core i5 গ্রাফিক্সের জন্য কোনটা ভালো?
গ্রাফিক্সের জন্য পিসি অথবা ল্যাপটপ যারা কিনবেন বলে মনস্থির করেছেন, তাদের মনে হয়তো প্রায়ই এই প্রশ্নটা উদয় হয়। বিশেষ করে যাদের বাজেট সীমিত।
- এই প্রশ্নটার উত্তর দেয়ার আগে আমাদের জানতে হবে কোর কি?
দুটি কোর সহ একটি প্রসেসরকে ডুয়াল-কোর প্রসেসর বলা হয়; চারটি কোর, কোয়াড-কোর; ছয়টি কোর, হেক্সা-কোর; আটটি কোর, অক্টা-কোর। ওয়ার্কস্টেশন এবং সার্ভারের সিপিইউ গুলিতে ৪৮ টি বা তার থেকেও বেশি কোর থাকতে পারে।
- কোরের কাজটা কি?
- GEN কি?
- Core i3 নাকি Core i5 কোনটা ভালো?
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় Core i3 এর চেয়ে Core i5 এর CPU এর পারফরম্যান্স ভালো হয়। কিছু কোর আই 5 প্রসেসর ডুয়াল-কোর এবং কিছু কোয়াড-কোর হয়। সত্যিকারের কোয়াড-কোর সিপিইউ ডুয়াল-কোর প্রসেসরের চেয়ে ভাল পারফর্ম করবে, বিশেষত ভিডিও ট্রান্সকোডিং বা ফটো এডিটিংয়ের মতো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে।
তবে এক্ষেত্রে GEN এর একটা ভুমিকা আছে। আমরা আগেই জেনেছি প্রজন্মের পরিবর্তনের মধ্যে হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার উভয়ই রয়েছে, যা একসাথে একটি সম্পূর্ণ কম্পিউটার সিস্টেম তৈরি করে।
তাই পূর্ববর্তী GEN এর কম্পিউটার সাথে একই কোর সমৃদ্ধ নতুন GEN এর কম্পিউটারের পারফরম্যান্সের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। এমনকি একটি Core i3 লেটেস্ট GEN এর কম্পিঊটার একটি Core i5 পুরাতন GEN এর কম্পিঊটারের থেকে ভালো পারফরম্যান্স করতে পারে।
যেমন উদাহরন স্বরুপ বলা যা যে, একটি Core i3 8th Gen কম্পিঊটার একটি Core i5 5th Gen এর কম্পিউটারের চেয়ে ভালো পারফরম্যান্স করতে পারে।
কারন হলো, প্রজন্মের পরিবর্তনের সাথে প্রসেসিং পাওয়ারেরও পরিবর্তন ঘটে, যা কিনা সার্বিক পারফরম্যান্সে প্রভাব ফেলে।
তাই সামগ্রিক অর্থে বলা যায় যে, কোর বেশী হলেই কম্পিঊটারের পার্ফমেন্স ভালো হবে, কথাটা পুরোপুরি সত্য নয়।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
The King Casino - CommunityKhabar
ReplyDeleteThe https://febcasino.com/review/merit-casino/ King Casino is communitykhabar the only casino near https://sol.edu.kg/ the casino. All casino หารายได้เสริม games are legal and the game variety is huge! The games are also available at any of the goyangfc.com