ইলাস্ট্রেটরে ডটেড স্ট্রোক বানানো শুনতে জটিল মনে হলেও আসলে কিন্তু খুব সহজ।
পদ্ধতিঃ
- প্রথমে যেকোন শেপকে স্ট্রোক করে নিন, অথবা একটি স্ট্রোক পাথ তৈরি করুন। তারপর Window মেনু থেকে Stroke প্যানেলটি সিলেক্ট করুন।
- আপনার তৈরি করা Stroke টি সিলেক্ট থাকা অবস্থায় Stroke প্যানেল থেকে নিচের ছবির মত করে Cap টাকে Round Cap করে দিন।
- তারপর Dashed Line এ ক্লিক করুন এবং, dash: 0 pt এবং gap: 20 pt অথবা আপনার প্রয়োজন অনুযায়ি বারিয়ে কমিয়ে নেন।
মূলত dash: 0 pt দিলেই স্ট্রোক ডটেড হয়ে যাবে। Stroke Width এবং gap শেপ অনুযায়ি বারাতে কমাতে হতে পারে। আর হ্যা, Round Cap করতে ভুলবেন না।
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
No comments:
Post a Comment