গ্রাফিক ডিজাইনের কিছু চমকপ্রদ তথ্যঃ
- ১ঃ লোগো ডিজাইনের ইতিহাসঃ
SpellBrand |
লোগো ডিজাইনের ইতিহাস হিসেবে ১৩শ শতাব্দীকে ধরা হয়ে থাকে। ধারনা করা হয় এর সুচনা করেছিল মিশরীয়রা। নিজেদের ভাব প্রকাশের জন্য তারা বিভিন্ন প্রা্নি এবং প্রতীকের ছবি আকত। কিছু কিছু প্রতীক তারা দেবতাদের বুঝাতে ব্যবহার করত। মুলত এখান থেকে লোগো তৈরির ধারনা সৃষ্টি হয়।
- ২ঃ গোল্ডেন রেশীওর ব্যবহারঃ
Digital Deepak |
প্রাচীন সভ্যতা থেকে শুরু করে প্রকৃতি, সর্বত্রই গোল্ডেন রেশীওর ব্যবহার দেখতে পাওয়া যায়।
মিশরের পিরামিড থেকে শুরু করে প্রকৃতির ফুল অথবা গাছ, সব কিছুই গোল্ডেন রেশীওর ফরম্যাট অনুসরন করে। বস্তুত, গোল্ডেন রেশীও দিয়ে করা ডিজাইন দেখতে বেশী আকর্ষনীয় লাগে।
- ৩ঃ গ্রাফিক ডিজাইনারের বেতনঃ
Robert Half |
আমেরিকাতে গড়ে একজন গ্রাফিক ডিজাইনেরর বেতন মাসিক ৩ লাখ টাকা থেকে ৫ লাখেরো বেশী হতে পারে। অপরপক্ষে, বিশ্বখ্যাত ই-কমার্স AMAZON এ একজন গ্রাফিক ডিজাইনেরর মাসিক গড় বেতন প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
- ৪ঃ গ্রাফিক ডিজাইনারের শিক্ষাগত যোগ্যতাঃ
Times Higher Education |
শিক্ষার কোন বিকল্প নেই। প্রায় সকল ক্ষেত্রেই শিক্ষিত লোকেদের অগ্রাধিকার বেশী। কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। আপনার দক্ষতা এবং একটি ভালো পোর্টফলিও থাকে, তাহলে আপনি সল্প শিক্ষিত হলেও তা আপনার গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারের জন্য বাধা হবেনা।
- ৫ঃ আমেরিকার স্বাধীনতার ঘোষনাঃ
U.S Declaration of Independence |
আমেরিকার স্বাধীনতার ঘোষনা পত্রে Carlson ফন্ট ব্যবহার করা হয়েছিল। সে সময় এটিই ছিল একমাত্র ফন্ট। তাই সেময়ে লিখিত অনেক বইও Carlson ফন্টে ছাপা হয়েছিল।
বর্তমানেও আপনি চাইলে ফন্টটির প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে ব্যবহার করতে পারেবেন।
- ৬ঃ বিশ্বের প্রথম ওয়াটারমার্কঃ
RetouchMe APP |
বর্তমানে আমরা প্রায়ই ওয়াটারমার্ক ব্যবহার করে থাকি। বিশ্বের প্রথম ওয়াটারমার্ক ব্যবহার করা ১২৮২ সালে, ইতালির ফ্যাব্রিয়ানো তে।
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
No comments:
Post a Comment