আপনি যে ধরনের ডিজাইনারই হোননা কেন, রঙের সঠিক ব্যবহারই আপনার কাজের সাথে অন্য একজনের কাজের পার্থক্য ফুটিয়ে তুলতে পারে।
তাই বলাই বাহুল্য যে, ডিজাইনের ক্ষেত্রে রঙ হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা রঙ দেখে ব্র্যান্ড কল্পনা করি। প্রতিটা ব্র্যান্ডই যেকোন একটি নির্দিষ্ট কালার থিম ফলো করে।
যেমন ধরুনঃ লাইট ব্লু রঙটা দেখলেই হয় গ্রামীনফোনের কথা মনে হতে পারে, কিংবা কমলা রঙ দেখলেই মনে হবে বাংলালিংক। গ্রে কালার দেখলে মনে হতেই পারে এ্যাপল।
রঙ একটি ব্র্যান্ড কে রিপ্রেজেন্ট করে। যেকোন ডিজাইনের মুল বিষয়বুস্ত ফূটিয়ে তুলতেও রঙের সঠিক রঙের ব্যবহার খুব গুরত্বপূর্ন।, যেমন ধরুন, কালো রঙ দিয়ে শোক বোঝানো হয়, আবার সাদা দিয়ে শান্তি বোঝানো হয়।
এমনি প্রতিটা রঙ্গেরই কিন্তু একটা মানে আছে, একটা অর্থ আছে...
আজকে কোন রঙ্গের কি মানে? সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো...
Eggradients |
Meaning Of Colors...
- লালঃ উদ্যম, লালসা, সাহসী
- কমলাঃ সৃজনশীল, বন্ধুত্বপূর্ণ, যৌবন
- হলুদঃ রোদময়, উদ্ভাবনি, আশাবাদ
- সবুজঃ বৃদ্ধি, শিক্ষামূলক, প্রাকৃতিক
- নীলঃ পেশাদার, চিকিত্সা, প্রশান্ত, বিশ্বাসযোগ্য
- পারপেলঃ আধ্যাত্মিক, জ্ঞানী, উচ্ছেদকারী
- কালোঃ শোক, বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী
- সাদাঃ ধার্মিকতা, নিষ্পাপ, বিশুদ্ধতা
- গোলাপীঃ মজা করা, ভালোবাসা, জ্বালাতন করা
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
Samiul Azim
No comments:
Post a Comment