ওয়্যারকার্ড এবং আপনার প্রিপেইড কার্ড সম্পর্কিত আপডেট
ওয়্যারকার্ড হলো একটি অনলাইন পেমেন্ট কোম্পানি যা কিনা একসময় জার্মানির ফিনটেক ইন্ড্রাস্টির কাছে খুব প্রিয় ছিল। ব্যালেন্স শীট থেকে প্রায় ২ বিলিয়ন ডলার উধাও হওয়ার খবর প্রকাশের পর তারা প্রায় ১২ বিলিয়ন ডলারের মার্কেট ভ্যালু হারিয়েছে।
সেই ওয়্যারকার্ডেরই একটি সহায়ক সংস্থা হলো ওয়াইরকার্ড কার্ড সলিউশন লিমিটেড ( WCSL) যারা ফ্রিলান্সারদের কাছে বহুল জনপ্রিয় পেওনিয়ারের মাস্টারকার্ড ইস্যু করে।
এমতাঅবস্থায় পেওনিয়ারের মাস্টারকার্ড ধারিরা তাদের কার্ড থেকে কোন টাকা তুলতে পারছেন না কারন তাদের কার্ডগুলিকে সাময়িকভাবে ফ্রিজ করে দেয়া হয়েছে। এ নিয়ে পেওনিয়ারের মাস্টারকার্ড ব্যবহারকারী্রা প্রায় সকলেই বেশ দুঃশ্চিনায় পরেছেন।
এই বিষয়ে পেওনিয়ার অবশ্য তাদের গ্রাহকেদের চিন্তামুক্ত করতে পেওনিয়ারের ব্লগে একটি আর্টিকেল প্রকাশ করেছে। আমি সেই আর্টিকেলটির মুল অংশ আমি আপনাদের সামনে বাংলায় তুলে ধরে চেষ্টা করছি।
মুল আর্টিকেলঃ পেওনিয়ার কউমিনিটি
- এর মানে কি?
FCA জানিয়েছে যে, Wirecard অর্থ সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। FCA তাদের তদন্ত শেষ না করা পর্যন্ত আপনি অস্থায়ীভাবে আপনার কার্ডের তহবিল ব্যবহার করতে পারবেন না বা আপনার কার্ডে নতুন অর্থ প্রদান করতে পারবেন না।
আপনার কার্ডের ধারন ক্ষমতার বাহিরে থাকা টাকাগুলি পেওনিয়ারের কাছেই রয়েছে এবং সেগুলো উত্তলোনও করা যাবে। এই তহবীল FCA দ্বারা প্রভাবিত নয়।
- আমি কখন আমার তহবিল ব্যবহার করতে পারবো?
WCSL এই সমস্যা সমাধানের জন্য FCA এর সাথে নিবিড়ভাবে কাজ করছে যাতে অস্থায়ী নিষেধাজ্ঞা যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলা যায় এবং আপনার কার্ডটি আগের মতো চালিয়ে যেতে পারেন।
আমরা পরিস্থিতিটির জরুরিতা FCA তে তুলে ধরেছি যাতে আপনার কার্ড যত তাড়াতাড়ি সম্ভব সচল হয়।
- আমার কার্ডে থাকা পেন্ডিং পেমেন্টের কি হবে?
আপনার কার্ড সচল না হওয়া পর্যন্ত পেন্ডিং পেমেন্টগুলি আপনার পেওনিয়ার একাউন্টে চলে যাবে। সেখান থেকে আপনি আপনার ব্যাংকে টাকা তুলতে পারবেন।
- আমার ভার্চুয়াল ব্যালেন্স কখন ঠিক হবে?
আপনার ভার্চুয়াল ব্যালেন্স ঠিকই আছে, পেওনিয়ারে সাইন ইন করে ব্যালেন্স দেখতে পারবেন। এর মানি হলো, আপনি মার্কেটপ্লেস অথাবা ক্লাইন্টদের থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং লোকাল ব্যংকে তুলতেও পারবেন।
- এই সময়ের মধ্যে আমি কিভাবে পেমেন্ট পেতে পারি?
এমতা অবস্থায় আপনি ভবিষ্যতে যেই পেমেন্টই পাননা কেন তার উপড়ে চলমান সমস্যার কোন প্রভাব পরবে না। আপনি আপনার পেওনিয়ারে ব্যাংক একাউন্ট যোগ করে টাকা তুলতে পারবেন।
কার্টেসিঃ – Scott Galit, CEO of Payoneer
মুল আর্টিকেলঃ Wirecard in the news
বাংলায়ঃ Samiul Azim
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
No comments:
Post a Comment