"স্মৃতির আঙ্গিনায়"
(বাবার জন্য)
আজ মনে পরে ছেলে বেলার ছোট ছোট কথা,
স্মৃতিগুলো আগলে রাখি, হৃদয় করে ব্যাথা...!
ছোট ছোট কদম ফেলে হাটতে শিখিয়েছিলে,
আছড়ে আমি পরে গেলে কোলে নিতে তুলে।
আজ আমি বড় হয়ে গেছি হাটতে জানি খুব!
তবু জীবন যুদ্ধের এই মহারথে পাইযে কত দুঃখ,
তখন দুহাত দিয়ে খুজে বেড়াই নিবে বুকে তুলে!
আমার শুন্য দুহাত ফিরে আসে বাবা কোথায় তুমি গেলে...??
ছোটবেলায় আমাকে লেখা-লেখিতে সবচেয়ে বেশী উৎসাহ আমার বাবাই আমাকে দিয়েছেন। উনাকে হারানোর পরেও সেই স্মৃতি মনে করেই অনেকদিন লিখেছি...কিন্তু ধীরে ধীরে বোধহয় লেখার সেই শক্তি হারি ফেলছি। এখন আর লিখতে পারিনা...
তবে বাবার জন্য কিছু করতে পারার তাগিদ মাঝে মাঝে মনের দড়জায় কড়া নাড়ে! হয়ত কিছু হাবিজাবি লেখা-লেখিই হতে পারে বাবার জন্য আমার তরফ থেকে কিছু একটা করার চেষ্টা...
Image: WBUR
ভালো থাকুক পৃথিবীর সব বাবারা। আকাশ হয়ে আগলে রাখুক পুরো পৃথিবী...।
(সামিউল আজীম)
Image: WBUR
No comments:
Post a Comment