একজন ডিজাইনারের জন্য পোর্টফোলিও হলো ডিজাইন পদ্ধতি, প্রক্রিয়া এবং ফাইনাল আউটপুট কোন একটি মাধ্যমে প্রদর্শন করা।
পোর্টফোলিও ফিজিক্যাল এবং ভার্চুয়্যাল দুই ধরণেরই হতে পারে।
ফিজিক্যাল পোর্টফোলিও বলতে মুলত ব্যানার, ফ্লায়ার, ব্রশিয়ার, বই ইত্যাদিকে বোঝায়। অপরপক্ষে ভার্চুয়্যাল পোর্টফোলিও বলতে বিভিন্ন অনলাইন মিডিয়া অথবা ওয়েবসাইট বোঝায় যেখানে ডিজাইন গুলোকে আপলোড করে রাখা যায়।
যুগের পরিবর্তনের সাথে সাথে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে ফিজিক্যাল পোর্টফোলিওর চাহিদা কমেছে, অপরপক্ষে চাহিদা বেড়েছে ভার্চুয়্যাল পোর্টফোলিওর। অনেক অনেক অনলাইন পোর্টফোলিও ওয়েবসাইট থেকে সঠিক সাইটগুলো বেছে নেয়া এবং সঠিক প্রক্রিয়া অনুসরন করাটা প্রতিটি ডিজাইনারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্ত দুর্ভাগ্যবসত অনেক ডিজাইনারই আছে যারা এর সঠিক গুরত্ব এবং এটি কিভাবে ক্যারিয়ারে ভুমিকা রাখতে পারে, তা বুঝতে পারেনা।
ডিজাইনারের জন্য পোর্টফোলিওর ভূমিকা কী?
প্রথমত আমাদেরকে পোর্টফোলিওর ভুমিকা নির্ধারনের জন্য সমস্ত দিক গুলো বিবেচনাত আনতে হবে। আমাদের নির্ধারণ করতে হবে পোর্টফোলিওটা কেন, কিসের জন্য, কি কাজে ব্যবহার হবে?
- এটাকি শুধুই ডিজাইন দেখানোর জন্য ব্যবহার করতে চান?
সেক্ষেত্রে পূর্নাঙ্গ ডিজাইনটি বড় আকারে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। প্রয়োজনে ডিজাইনের ভ্যারিয়েশন ব্যবহার করা যেতে পারে। Squarespace, Behance, Dribbble এর মত ওয়েবসাইটগুলো এর জন্য আদর্শ হতে পারে।
- এটাকি ডিজাইনের প্রক্রিয়া দেখানোর জন্য ব্যবহার করতে চান?
সেক্ষেত্রে ডিজাইনের বিহাইন্ড দা সিন অর্থাৎ কর্মপ্রক্রিয়া দেখাতে পারেন। এবং ডিজাইনের প্রসেস এর বর্ণনায় লিখে দেয়া যেতে পারে। বস্তুত ডিজাইনটি নিয়ে ভাবনা, এর বিষয়বস্তু এই
বর্ণনায় তুলে ধরা যেতে পারে।
- এটাকি একজন ডিজাইনানরের দৃষ্টিভঙ্গী প্রদর্শন করবে?
এক্ষেত্রে একজন ডিজাইনার তার ডিজাইনের মাধ্যমে নিজের চিন্তা চেতনাকে ফুটিয়ে চুলতে পারে। বস্তুত এই ধরনের পোর্টফোলিওতে ডিজাইনার তার ডিজাইন সংক্রান্ত জ্ঞ্যানকে ফুটিয়ে তোলার চেষ্টা করে।
ডিজাইনারের উদ্দেশ্য কি?
প্রতিটি ডিজাইনারেরই একটি কমন উদ্দেশ্য হলো নিজের ডিজাইন সুন্দরভাবে প্রদর্শন করে নতুন ক্লাইন্ট অথবা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আধুনিক এই যুগে আমাদের জীবন অনেকটাই অনলাইন নির্ভর হয়ে পরেছে। চাকরী কিংবা ফ্রিল্যান্সিং, যেকোন ক্ষেত্রেই আমরা কোননাকোন ভাবে ভার্চুয়্যাল ইন্টারনেট দুনিয়ার উপর নির্ভরশীল। আজকাল বাংলাদেশে বসে আমরা অ্যামেরিকার ক্লাইন্টের জন্য কাজ করছি। আবার সেই ক্লাইন্টের কাজ পাওয়ার জন্য নিজেদের পোর্টফোলিও দেখিয়ে ক্লাইন্টকে ইম্প্রেস করার চেষ্টা করছি। বস্তুত প্রতিটা ডিজাইনারের উদ্দেশ্য কিন্তু একই, অর্থ উপার্জন।
ডিজাইনারের জন্য পোর্টফোলিও হলো, ক্লান্টের জন্য আপনার তৈরি করা এমন একটি প্ল্যাটফর্ম, যার উপড় ভিত্তি করে ক্লাইন্ট সিদ্ধান্ত নিতে পারবে আপনাকে কাজ দিবে কি দিবেনা।
একটি ডিজাইনের পোর্টফোলিও ফ্রিল্যান্স ডিজাইনারদের পাশাপাশি ডিজাইনিং সংস্থা চালানো ব্যক্তিদের জন্যও বাধ্যতামূলক। মূলত এটি একজন ডিজাইনারর কোয়ালিটি যাচাইয়ের প্রথম স্টেপ।
পোর্টফোলিও কেন এত গুরুত্ব বহন করে তা ব্যাখ্যা করার জন্য কয়েকটি বিষয় নিচে দেওয়া হলোঃ
কেন একটি সুন্দর পোর্টফোলিও তৈরি করবেন?
একটি ডিজাইনের পোর্টফোলিও ফ্রিল্যান্স ডিজাইনারদের পাশাপাশি ডিজাইনিং সংস্থা চালানো ব্যক্তিদের জন্যও বাধ্যতামূলক। মূলত এটি একজন ডিজাইনারর কোয়ালিটি যাচাইয়ের প্রথম স্টেপ।
পোর্টফোলিও কেন এত গুরুত্ব বহন করে তা ব্যাখ্যা করার জন্য কয়েকটি বিষয় নিচে দেওয়া হলোঃ
- আপনার দক্ষতা উপস্থাপনঃ
আমরা প্রায় সবাই কাজ পাওয়ার জন্য নিজেদের গুনগান করে থাকি। নিজেদের দক্ষতাকে জাহির করতে অনেকে তর্কেও জরিয়ে পরে। এইক্ষেত্রে একটি সাজানো পোর্টফোলিও হতে পারে আপনার দক্ষতার সার্টিফিকেট।
- ক্লাইন্টের আস্থা অর্জনঃ
- ডিজাইন রিজেক্ট হওয়ার হার কমানোঃ
- স্মার্টনেসঃ
পরে কোন এক পোষ্টে কিভাবে একটি আধুনিক স্মার্ট এবং একটি কার্যকরী পোর্টফোলিও তৈরি করতে পারেন, তা লিখার চেষ্টা করবো ইনশা-আল্লাহ।
ভালো লাগলে সাইটটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
As you're be} probably conscious, there are two major types of roulette wheels, American and European. For all intents and functions, the European wheel is strictly better than the American wheel. We’ll get to the significance of this shortly into the article. When enjoying in} roulette at a live casino 우리카지노 Canada, the key thing} takeaway from Pedro’s win is that French Roulette certainly one of the|is amongst the|is likely one of the} greatest games to play for Return to Player percentage .
ReplyDelete