মোশন গ্রাফিক্স, ভিজুয়্যাল এফেক্টস কিংবা ভিডিও এডিটিং নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যেই রিসোর্স গুলো লাগে তার মধ্যে একটি হলো গ্রীন স্ক্রিন ভিডিও।
- গ্রীন স্ক্রিন ভিডিও কি?
গ্রীন স্ক্রিন ভিডিও বলতে এমন কোন ভিডিও বোঝায় যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সবুজ রঙের হয়।
- সবুজ রঙই কেন?
আধুনিক সিনেমা কিংবা মিডিয়া জগতে শুধুমাত্র গ্রীন স্ক্রিনই যে ব্যবহার হয় তা কিন্তু নয়। গ্রিন স্ক্রিনের মতই বহুল ব্যবহৃত ব্লু বা নীল স্ক্রিন।
- দুটোর মধ্যে পার্থক্য কি?
মূলত ব্লু স্ক্রিনের ব্যবহার সিনেমার ক্ষেত্রে বেশি দেখা যায়। বস্তুত, গ্রীন স্ক্রিন ফুটেজ গুলো দিনের বেলা অথবা অনেক আলো আছে এমন কোন দৃশ্যের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। অপরপক্ষে, ব্লু অথবা নীল স্ক্রিন তুলনামুলক কম আলো অথবা রাতের দৃশ্যের জন্য বেশি ব্যবহৃত হয়। এই স্ক্রিনের প্রয়োগ হলিউড সিনেমায় বেশি দেখা যায়।
- মোশন গ্রাফিক্সে কোন স্ক্রিনের ফুটেজ ব্যবহার করবো?
এটা নির্ভর করবে কি ধরনের মোশন তার উপর। বস্তুত মিডিয়া তথা আমাদের উপমহাদেশে গ্রীন স্ক্রিনের ব্যবহারই বেশি দেখা যায়। ব্রডকাস্ট কিংবা টেলিভিশনে সাধারণত পর্যাপ্ত আলোর মধ্যে দৃশ্য ধারণ করা হয়। সেই ক্ষেত্রেই গ্রীন স্ক্রিন ব্যবহার করায় শ্রেয়।
- গ্রীন বা ব্লু স্ক্রিন ফুটেজ পাবো কোথায় ?
এই ধরনের ফুটেজের জন্য ইউটিউব ভালো একটি মাধ্যম। তাছাড়া বেশ কিছু পেইড এবং ফ্রি মোশন গ্রাফিক রিসোর্স সাইট আছে, যেখান থেকে এই ধরনের ফুটেজ পাওয়া যেতে পারে।
তাছাড়া আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কিছু ইন্টারেস্টিং গ্রীন স্ক্রিন ফুটেজ প্যাক যা আপনারা ব্যক্তিগত অথবা কমার্শিয়ালি ব্যবহার করতে পারবেন।
Free Green Screen Footage Pack
ভালো লাগলে সাইটটি শেয়ার করে এরকম আরো পোষ্ট দিতে উৎসাহিত করবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
No comments:
Post a Comment