বস্তুত একটি লোগো শুধু কিছু শেপ অথবা রঙের সমন্বয় নয়। এটি হলো একটি কোম্পানির পরিচয় বাহক, ভাষা এবং সংস্কৃতির বাধা অতিক্রম করার হাতিয়ার।উপরোক্ত বিষয়গুলিই মাথায় রেখেই অনেক কোম্পানি আছে যারা তাদের লোগো ডিজাইন এবং ব্র্যান্ডিয়ে কোটি কোটি টাকা খরচ করেছে। আজকে আমি আপনাদের সামনে এমনি ১০ কোম্পয়ানির সাথে পরিচয় করিয়ে দেবো যারা তাদের লোগো ডিজাইন এবং ব্র্যান্ডিং এ সবচেয়ে বেশী টাকা খরচ করেছে।
পৃথিবীর সবচেয়ে দামী ১০ টি লোগো ডিজাইন
১ঃ Symantec Brand & Acquisition
খরচঃ ১,২৮০,০০,০০০০ ডলার।
তথ্য সুত্রে সিমেন্টেক তাদের কোম্পানির লোগো এবং ব্র্যান্ডিং এ জন্য সবচেয়ে বেশি পরিমান টাকা খরচ করেছে। আমেরিকান ইন্টারনেট কোম্পানি Verisign এবং বিশ্বখ্যাত Norton Antivirus সিমেন্টেক কোম্পানির অধিনস্ত।
বৃত্তের মাঝে থাকা টিক চিহ্নটিকে বিশ্বস্ততার প্রতিক হিসাবে ব্যবহার করা হয়েছে।
২: British Petroleum Logo & Marketing
খরচঃ ২১০,০০০,০০০ ডলার।পৃথিবীর দ্বিতীয় ব্যয়বহুল লোগোটি British Petroleum এর যা কিনা ২০০০ সালে তৈরি করা হয়।
চিরসবুজ এর প্রতীক হিসাবে লোগোটিতে হলুদ এবং সবুজের সমন্বয় করা হয়েছে।
তবে বলাই বাহুল্য যে, এই লোগোটি কোম্পানির ধরণের সাথে মোটেই মানানসই নয়। তবে, মেক্সিকো উপসাগরে ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক তেল ছড়িয়ে পড়ার পর কোম্পানি বিড়াট লসের সম্মুখীন হয়। এর পর তারা কয়েক মিলিয়ন ডলার ক্ষতি নিয়ন্ত্রণে ব্যয় করেছে যার ফলে তারা মূল লোগোটির পিছনে আর টাকা করচ করতে চায়নি, তাই লোগোটি এখনও দাঁড়িয়ে আছে।
৩ঃ Accenture Logo Design
খরচঃ ১০০,০০০,০০০ ডলার।
অ্যাকসেন্টার পিএলসি একটি বহুজাতিক পেশাদার পরিষেবা সংস্থা। এটির উপরে একটি অ্যাকসেন্ট চিহ্ন সহ ছোট হাতের অক্ষরে লেখা "অ্যাকসেন্টার" শব্দটি রয়েছে। শব্দটি নিজেই "ভবিষ্যতের উচ্চারণ" শব্দটির একটি পোর্টম্যানট্যু।
খুব সাধারণ দেখতে এই লোগোটি ৫০ টি লোগো রিজেক্ট করার পর নেয়া হায়েছিল।
৪ঃ Posten Norge Rebrand
খরচঃ ৫৫,০০০,০০০ ডলার।
নরওয়েজিয়ান ডাক বিভাগ ঠিকই বুঝেছিল একটি ভালো লোগোর গুরুত্ব। তাইতো তারা লোগোর পিছনে এত অর্থ ব্যয় করতে কার্পন্য করেনি।
লোগোতে থাকা posten এর অর্থ হলো পোস্ট। এই লোগোটি ২০০৮ সালে তৈরি করা হয়েছিল।
৫ঃ Australia & New Zealand Banking Group (ANZ) Logo
খরচঃ ১৫,০০০,০০০ ডলার।
অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ একটি যৌথ উদ্যোগী সংস্থা। লোগোতে ANZ অক্ষর রয়েছে যা গ্রাফিক মুলত একে অপরের সাথে চলাচলের ছাপ তৈরি করে।
সত্যি বলতে গেলে, পুরো টাকাটা কেবলমাত্র লোগো ডিজাইনে বিনিয়োগ করা হয়নি।
এটি একটি বৃহত্তর বিপণন প্রচারের মোট পরিমাণ ছিল যা ২০১০ সালে শুরু হয়েছিল এবং ২০১২ সালে শেষ হয়েছিল।
ANZ নিউজিল্যান্ডের বৃহত্তম ব্যাংক এবং অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম ব্যাংক হিসাবে বিপণন প্রচারে এই ধরণের অর্থ বিনিয়োগ করতে আপত্তি করে না।
৬ঃ BBC Logo Redesign
খরচঃ ১,৮০০,০০০ ডলার।
বর্তমানে BBC এর লোগোর অনেক গুলূ ভার্সন থাকলে সাদা কালোর কম্বিনেশনের এই লোগোটি অন্যতম।
সবচেয়ে বেশীদিন একই লোগো অথবা লোগোতে কোন্রুপ পরিবর্তন না করার রেকর্ডধারী ছিল কিন্তু এই BBC। অবশেষে ১৯৯৭ সালে BBC তাদের নতুন লোগো উন্মোচন করে।
যদিও পেপসির বর্তমান লোগো তাদের পুরানোটা থেকে খুব-একটা আলাদা নয় তবুও তারা এর জন্য ১০০০০০০ ডলার খরচ করেছে ।
অনেকের মতে, পেপসির লোগো পরিবর্তনটি কোকা-কোলাকে চ্যালেঞ্জ জানানোর একটা চেষ্টা ছিল, যা এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোলা ব্র্যান্ড।
অলিম্পিক সবসময়ই একটি বড় বিষয়, কেবল ইভেন্টের স্কেলগুলির কারণে নয়, এর মধ্যে কতটা অর্থ ব্যয় হয়, সেই সাথে কতটা অর্থ উপার্জন হয় তার ভিত্তিতেও।
লন্ডনের অলিম্পিক কমিটির জন্য এত ডলার ব্যয় করে লোগো তৈরি করে তাদের বৃহদতার কথা জানান দেয়ার এর চেয়ে ভাল আর কোনও উদাহরণ হতে পারে না, এটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল অলিম্পিক লোগো হিসাবে এখনো দন্ডায়মান।
ল্যান্ডার অ্যাসোসিয়েটেড দ্বারা ডিজাইন করা নতুন মেলবোর্ন লোগোটি 2009 সালে চালু হয়েছিল।
এর তীক্ষ্ণ রেখা এবং একাধিক শেডে নীল এবং সবুজ, এটি মেলবোর্নের কর্পোরেট শক্তির বহিঃপ্রকাশ করে।
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
৭ঃ Pepsi Logo Redesign
খরচঃ ১,০০০,০০০ ডলার।
যদিও পেপসির বর্তমান লোগো তাদের পুরানোটা থেকে খুব-একটা আলাদা নয় তবুও তারা এর জন্য ১০০০০০০ ডলার খরচ করেছে ।
অনেকের মতে, পেপসির লোগো পরিবর্তনটি কোকা-কোলাকে চ্যালেঞ্জ জানানোর একটা চেষ্টা ছিল, যা এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোলা ব্র্যান্ড।
৮ঃ London 2012 Olympics Logo
খরচঃ ৬২৫,০০০ ডলার।
অলিম্পিক সবসময়ই একটি বড় বিষয়, কেবল ইভেন্টের স্কেলগুলির কারণে নয়, এর মধ্যে কতটা অর্থ ব্যয় হয়, সেই সাথে কতটা অর্থ উপার্জন হয় তার ভিত্তিতেও।
লন্ডনের অলিম্পিক কমিটির জন্য এত ডলার ব্যয় করে লোগো তৈরি করে তাদের বৃহদতার কথা জানান দেয়ার এর চেয়ে ভাল আর কোনও উদাহরণ হতে পারে না, এটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল অলিম্পিক লোগো হিসাবে এখনো দন্ডায়মান।
৯ঃ City of Melbourne Logo Design
খরচঃ ৬২৫,০০০ ডলার।
লন্ডন একমাত্র শহর নয় যা তার লোগোতে ৬২৫,০০০ ডলার ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছিল। মেলবোর্নও একই কাজ করেছিল।ল্যান্ডার অ্যাসোসিয়েটেড দ্বারা ডিজাইন করা নতুন মেলবোর্ন লোগোটি 2009 সালে চালু হয়েছিল।
এর তীক্ষ্ণ রেখা এবং একাধিক শেডে নীল এবং সবুজ, এটি মেলবোর্নের কর্পোরেট শক্তির বহিঃপ্রকাশ করে।
১০ঃ Belfast Logo Design
খরচঃ ২৮০,০০০ ডলার।
শহরের জন্য ব্যয়বহুল লোগো তৈরি করার তালিকায় আরো একটি নাম হলো বিলফাস্ট। এই লোগোটির বিভিন্ন কালারের রয়েছে, তার মধ্যে আছেঃ মেরুন, লীন, সবুজ সহ আরো কিছু কালার।
বস্তুত এই লোগোটি হৃদয়ে বিলফাস্ট এই অর্থটি প্রকাশ করে।
সুত্রঃ medium.comবস্তুত এই লোগোটি হৃদয়ে বিলফাস্ট এই অর্থটি প্রকাশ করে।
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন আশা করি।
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
This comment has been removed by a blog administrator.
ReplyDelete