বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি পেশা হচ্ছে গ্রাফিক ডিজাইন। বিশেষ করে ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তরুনদের মধ্যে এই পেশায় বেশি আগ্রহ দেখা যায়। আজকাল ই-শিখন কার্যক্রমের ফলে খুব সহজেই ঘরে বসেই শেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনের মত প্রফেশনাল কোর্স গুলো।
বস্তুত গত কয়েক বছরে দেশে এবং বিদেশে গ্রাফিক ডিজাইনারদের চাহিদা এবং সংখ্যা দুটোই বেড়েছে। তবে ডিজাইনারদের সংখ্যা বাড়ার সাথে সাথে কাজের মূল্যমানও অনেকটাই কমে এসেছে। বিশেষ করে যারা নতুন এই পেশায় এসেছে তাদের কাজ পাওয়া অথবা কাজের সঠিক মূল্যায়ন পাওয়াটা যেন অনেকটাই সোনার হরিণের মত হয়ে গিয়েছে। যার ফলে অনেকেই হতাশ হয়ে পরছে।
আজকে আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় তুলে ধরব যেগুলো আপনাকে একজন সফল ডিজাইনার হতে সাহায্য করবে।
নিজের কাজ ভালোবাসতে শিখুন, সমালোচনা গ্রহন করুন। সমালোচনাকে কখনো ব্যক্তিগত ভাবে নিবেন না। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন আর পরিশ্রম করে যান।
- নিজেকে প্রতিনিয়ত বিকশিত করুন
কখনো ভাববেন না যে আপনি সব জানেন। সময়ের সব কিছুই বদলায়, আর তার সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রতিনিয়তই নিজের স্কিল ডেভলপ করতে হবে।
সিম্পল ডিজাইন সবাইকেই আকর্ষন করে। চেষ্টা করুন ডিজাইনকে ফ্রেশ এবং টু দা পয়েন্ট রাখার।
ইংরেজিতে একটা কথা আছে, KISS - Keep It Simple, Silly.
চলার পথে পিছল খেয়ে পরতেই পারেন। কিন্তু তাতে ভেঙে পরলে চলবে না। উঠে দাঁড়ান নিজেকে শক্ত করুন, মনে রাখবেন অধ্যবসায় বিহীন আবেগ মূল্যহীন।
|
Medium |
ক্যারিয়ার গড়তে হয়ত আপনার অনেকের সাহায্য প্রয়োজন হতে পারে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, এবং অন্য কারো প্রয়োজনে তাকে সাহায্য করুন।
স্কিল ডেভেলপমেন্টের কোন বিকল্প নেই। আপনি যত বেশি স্কিল অর্জন করবেন, ততো ভালোভাবে ক্লাইন্টকে সার্ভ করতে পারবেন।
আপনার অর্জিত জ্ঞান অন্যের মাঝেও বিলিয়ে দেন। মূলত কাউকে কিছু শেখালে আপনি নিজেও অনেক কিছু শিখতে পারবেন।
|
PLOS ECR Community |
নিজের অথবা অন্য কারো করা ডিজাইন আবার করুন, যত বেশী প্র্যাক্টিস করবেন ততো হাত খুলবে।
তবে অন্যের করা ডিজাইন কপি করে নিজের বলে চালিয়ে দেয়া যাবেনা। নিষ্ঠা ডিজাইনারদের বড় গুন।
- ইংরেজিতে দক্ষতা অর্জন করুন
ডিজিটাল এই যুগে আমরা ঘরে বসেই দেশের গন্ডী পার হয়ে বিদেশে কাজ করছি। নিত্য নতুন ক্লাইন্ট কিংবা নতুন কিছুর সম্ভাবনা, সব কিছুতেই আজকাল ইংরেজি কমিউনিকেশন অনেক জরুরি হয়ে গিয়েছি। তাই ইংরেজিতে দক্ষ হওয়ার কোন বিকল্প নেই।
গ্রাফিক ডিজাইনের উদ্যেশ্যই হলো যোগাযোগ স্থাপন করা। আপনার ডিজাইনের মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্সের সাথে যোগাযোগ স্থাপন করুন। এছাড়া ডিজাইন কমিউনিটি গুলোতে সকলের সাথে সবসময় কানেক্ট থাকুন।
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন আশা করি।
No comments:
Post a Comment