দীর্ঘ্য জল্পনা-কল্পনার অবষান ঘটিয়ে অবশেষে আগামী ২৫ নভেম্বর সন্ধ্যায় শুরু হচ্ছে ফ্রিল্যান্সারদের বহুল কাঙ্ক্ষিত ‘ভার্চুয়াল আইডি কার্ড’ বিতরণ কার্যক্রম।
Digibangla Tech |
ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
গত ২৩ নভেম্বর আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্সারদের জন্য ভার্চুয়াল আইডি কার্ড পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা। সভায় একই দিনই শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সারদের মধ্যে ভার্চুয়াল এই কার্ড বিতরণের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মাধ্যমে পোর্টাল থেকেই নিজেদের ভার্চুয়াল কার্ড গ্রহণ করতে পারবেন মুক্তপেশাজীবিরা।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ছয় লাখেরো বেশি ফ্রিল্যান্সার রয়েছেন।
সুত্রঃ digibangla.tech
আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স
No comments:
Post a Comment