Apple এর নতুন প্রোডাক্ট AirTag

টেক পাড়ার নতুন গুঞ্জন Apple এর মার্চ মাসের ইভেন্ট। শোনা যাচ্ছে এই মাসেরই ২৩ তারিখ হতে পারে ২০২১ সালের Apple এর প্রথম ইভেন্ট। আসতে পারে বেশ কিছু নতুন প্রোডাক্টও। 


Apple Airtags (Rumors)

AirTag ছাড়াও নতুন Airpad এবং Airpods এর ঘোষণা আসতে পারে এই ইভেন্টে। তবে বহুল আলোচিত iPhone 13 আসবে কিনা সে নিয়ে আছে মতভেদ। তবে মতামত যাই হোক, এইবারের ইভেন্টে সবার নজর কাড়তে পারে Apple এর নতুন প্রোডাক্ট AirTag... 

AirTag কি?
অনেকটা ছোট কয়েনের মত দেখতে এই ডিভাইসটি মূলত একটি ট্র্যাকিং ডিভাইস যা ব্লুটুথ এর মাধ্যমে হারিয়ে যাওয়া কোন বস্তুতকে খুঁজে পেতে সাহায্য করবে। যেমন, ওয়ালেট অথবা চাবির রিং, ইত্যাদি। যদি এইরকম ডিভাইস এইটাই প্রথম না। এর আগেও এইধরনের ডিভাইস বাজারে এসেছে যেমন Tile কিংবা Adero। 




AirTag কিভাবে কাজ করবে? 
AirTag এ থাকবে একটি বিল্টইন চিপ যা আইফোনের অথবা অন্যান্য Apple ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে।  
AirTag টি যেই বস্তুর সাথে এটাচড করা থাকবে, সেটি যদি হারিয়ে যায়, তবে Find My এপের মাধ্যমে লোকেশন ট্র্যাক করা যাবে। 
ধরুন আপনি আপনার গাড়ীর চাবিটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না। তখন স্বয়ংক্রিয়ভাবে আপনি আপনার আইফোনে একটি নোটিফিকেশন পাবেন, তারপর Find My এপের একটি বাটন প্রেস করতে পারবেন, যেটি করলে AirTag টি জোরে জড়ে শব্দ করতে থাকবে, তার সূত্র ধরে আপনি সহজেই চাবিটা খুঁজে পেতে পারেন। শুধু তাই নয়, বলা হচ্ছে Find My এপে ARKit ফিচার নামক এক প্রযুক্তি থাকতে পারে, যার মাধ্যমে Augmented reality ব্যবহার করে কাছের বস্থতটি ট্র্যাক করা সম্ভব। 


তথ্য সূত্রঃ macrumors

ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন আশা করি। 

আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স

Samiul Azim
Samiul Azim

Thanks for Reading My Post. I Often Write Graphic Design and Motion Graphic Related Articles. I Also love to write about Technology. Writing is my Passion. I love to Meet People as i want to buildup a big Community. I think, Having a sense of community unites us. Being a part of a community can make us feel as though we are a part of something greater than ourselves. It can give us opportunities to connect with people, to reach for our goals, and makes us feel safe and secure. It's important for every person to have a sense of community. So Make sure to meet Me on Social Media. I Am eagerly waiting to Meet You.

1 comment:

  1. NoVCasino Casino - NOVCASINO.COM
    NoVCasino.com offers a no deposit bonus novcasino of 100% up to €150. 바카라 사이트 No Deposit Bonus is given febcasino.com to new players only. No deposit 출장안마 bonuses expire kadangpintar

    ReplyDelete