Top 5 Software Download Sites

টেক দুনিয়ায় নিত্য নতুন যোগ হচ্ছে অসংখ্য সফটওয়্যার। পেইড কিংবা ফ্রি! প্রয়োজনের সময় দরকারের সফটওয়্যারটি খুঁজে বের করে ডাওনলোড করা যেন এক বিড়াট ঝামেলার কাজ। এতো এতো ওয়েবসাইট, সবগুলোই আবার এডওয়ারে ভরা। তার উপর আবার ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়তো আছেই! 
ডাউনলোডের স্পীড রেস্ট্রিকশন, রেজিস্ট্র্যাশন, হিডেন চার্জ ইত্যাদি ঝামেলা পোহাতে পোহাতে অনেকে হালই ছেড়েদেন। 




এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন কিছু সফটওয়্যার ডাউনলোডের সাইট যেখান থেকে নিশ্চিন্তে ডাউনলোড করতে পারবেন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার। 

Softonic

১৯৯৭ সাল থেকে চলতে থাকা এই ওয়েবসাইটটি বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি সাইট। মোবাইল, পিসি কিংবা ম্যাক প্রায় সব কিছুর জন্যই এদের রয়েছে এক বিশাল সফটওয়্যার ভাণ্ডার। গেইম থেক শুরু করে  3D ডিজাইনিং প্রায় সব ধরনের সফটওয়্যারই পাবেন এখানে। এছাড়াও পাবেন টিপস এন্ড ট্রিক্স সহ নান তথ্য। তবে এই সাইটের সফটওয়্যারগুলো ক্র্যাক করা নয়। 

Download.com

সফটওয়্যার ডাউনলডের জন্য অন্যতম নিরাপদ একটি সাইট। বিশেষত অফিসিয়াল সফটওয়্যারগুলির একত্রে সন্ধান পেতে এই সাইটটি বেশ কার্যকরি।

FileHippo

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই সাইটটি নাম হয়ত অনেকেই শুনেছেন। গগুল সার্চে প্রায় প্রথম দিকেই থাকা এই সাইটটি ফ্রী সফটওয়্যার ডাউনলোডের জন্য অনেকেরই পছন্দের তালিকায় থাকতে পারে। 

SOFTPEDIA

ব্যবহারকারীদের কাছে অত্যন্ত আস্থার একটি নাম হল সফটপেডিয়া। মলওয়্যার ফ্রী সফটওয়্যার ডাউনলোডের নিশ্চয়তা আর বিশাল ভাণ্ডার ২০০১ সাল থেকে সাইটটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। 

Get Into PC

যারা পেইড সফটওয়্যার ফ্রীতে ডাউনলোড করে থাকেন, অর্থাৎ যাদের আমার মতন পেইড সফটওয়্যার ব্যবহার করার সামর্থ্য নেই, তাদের জন্য এই সাইটটি একটি আশির্বাদ স্বরূপ। প্রী-একটিভেটেড সফটওয়্যার এবং সফটওয়্যার গুলোর ল্যাটেস্ট ভার্সন দ্রুততার সাথে আপলোড করার জন্য ব্যবহাররকারীরা সবময় আপডেটেড থাকতে পারে। 

The Pirate Bay

এটি মূলত একটি টরেন্ট সাইট। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই টরেন্ট সাইটটি ২০০3 সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সিনেমা কিংবা অডিও এর পাশাপাশি এক বিশাল সফটওয়্যার সোর্স নিয়ে এই সাইটটি সেরা সফটওয়্যার ফ্রী সফটওয়্যার ডাউনলোডের সাইটের তালিকায় উঠে এসেছে।

  • পাইরেটেড সফটওয়্যার ডাউনলোডের সাইটগুলো থেকে কিছু ডাউনলোড করলে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ বেশীরবাগ পাইরেটেড সফটওয়্যার ডাউনলোডের সাইটগুলো মলওয়্যার ফ্রী এর নিশ্চয়তা দেয় না।

আমি নিজে ব্যক্তিগত ভাবে কোন পাইরেটেড সফটওয়্যার ডাউনলোডের সাইটগুলোকে প্রোমট করিনা। 

ডলার কিংবা ইন্টারন্যাশনাল ডেভিড অথবা ক্রেডিট কার্ড না থাকার জন্য অনেকেই কিন্তু ইচ্ছা থাকলেও সফটওয়্যার কিনে ব্যবহার করতে পারেনা। তবে ভালো খবর হল এইযে, বাংলাদেশেও কিন্তু অফিসিয়াল লাইন্সেড সফটওয়্যার কিনার ওয়েবসাইট আছে তাও বার বিকাশ অথবা নগদ ব্যবহার করে পেমেন্ট করা যাবে। 

 

এমনি একটি সাইট হলঃ LKEY
এত কষ্ট করে যে ডেভেলপাররা আমাদের জন্য সফটওয়্যার বানায় তাদের পরিশ্রমের মূল্য দেয়া কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। 


ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন আশা করি। 

আমাদের গ্রুপ লিংকঃ Deshi Designers || দেশী ডিজাইনার্স


Samiul Azim
Samiul Azim

Thanks for Reading My Post. I Often Write Graphic Design and Motion Graphic Related Articles. I Also love to write about Technology. Writing is my Passion. I love to Meet People as i want to buildup a big Community. I think, Having a sense of community unites us. Being a part of a community can make us feel as though we are a part of something greater than ourselves. It can give us opportunities to connect with people, to reach for our goals, and makes us feel safe and secure. It's important for every person to have a sense of community. So Make sure to meet Me on Social Media. I Am eagerly waiting to Meet You.

2 comments:

  1. Tailoring software to meet your specific business needs can provide a competitive edge and streamline processes. Custom software can automate tasks, improve efficiency, and enhance user experiences SerpSling Bonus.

    ReplyDelete