শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু সত্যি। টুইটারে করা সর্বপ্রথম টুইটটি বাংলাদেশী টাকায় প্রায় ২৫ কোটি টাকায় বিক্রি হয়েছে।
সম্প্রতি টুইটারের ফাউন্ডার "জ্যাক ডর্সি" এর করা প্রথম টুইটটি ২.৯ মিলিয়ন মার্কিন ডলার অথবা প্রায় ২৫ কোটি টাকায় কিনে নিয়েছেন মালয়শিয়ান এক ব্যবসায়ি।
টুইটটিতে লিখা ছিল "just setting up my twttr,"
টুইটটি ০৩-২১-২০০৬ তারিখে করা হয়েছিল। সম্প্রতি একটি চ্যারিটির জন্য জ্যাক ডর্সি নিজেই টুইটটি নিলামে তুলেছিলেন।
মালয়েশিয়া-ভিত্তিক ক্রেতা “সিনা এস্তভী” এই টুইটটি কেনাকে "মোনালিসা" চিত্রকর্ম কেনার সাথে তুলনা করেছেন।
টুইটটি বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী ইথার ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কেনা হয়েছিল।
ভালো লাগলে পোষ্টটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন আশা করি।
No comments:
Post a Comment