আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস অথবা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই ৫-জি সেবা চালু করবে। শনিবার ৫-জি নিয়ে এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
এই বছর শুধুমাত্র টেলিটকেই এই ৫-জি সুবিধা চালু হওয়ার কথা থাকলেও আগামী বছর অর্থাৎ ২০২২ সালের মধ্যেই অন্যান্য মোবাইল অপারেটররা তরঙ্গ ক্রয়ের মাধ্যমে এই ৫-জি সেবা চালু করতে পারবে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দীন অনুষ্ঠানে বলে ডিসেম্বরের মধ্যে ঢাকায় ২০০টি সাইট চালু হবে। টিআরএনবির সাধারণ সম্পাদক সমীর কুমার দে জানান, বিশ্বের বিভিন্ন দেশে গড়ে ১০ জিবিপিএস গতির ৫-জি সেবা দেওয়া হচ্ছে যা ২০২৬ সাল নাগাদ ১০০ জিবিপিএসে উন্নীত হবে।
তবে বাংলাদেশের গ্রাহকরা ঠিক কত গতির ৫-জি সেবা পেতে পারে সে বিষয়ে কিছু বলা হয়নি।
No comments:
Post a Comment